
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেলেঘাটার বহুতলে রক্তারক্তি কাণ্ড। বহুতলের আট তলা থেকে পড়ে মৃত্যু হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধের। দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ের কর্মীরা।
মঙ্গলবার সকাল ৯.৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ে তখন সবে আসতে শুরু করেছেন কর্মীরা। আচমকাই প্রচণ্ড জোরে শব্দ পান নিরাপত্তারক্ষীরা। ছুটে গিয়ে তাঁরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় এন্টালি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠায় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৭০।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি সকালে আইনজীবী পরিচয় দিয়ে ঢুকেছিলেন বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ে। জানিয়েছিলেন, সেখানে তাঁর কাজ আছে। তিনি কি ৮ তলা থেকে পড়ে গেলেন? নাকি আত্মহত্যা করলেন? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তিনি আদৌ আইনজীবী কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা। এলাকায় রয়েছে পুলিশ প্রহরা।
মনিপাল হাসপাতালে চিকিৎসায় নতুন দিগন্ত, রোবটিক স্পাইন সার্জারির জাদুতে নতুন জীবন আবাল বৃদ্ধের
৪৪ হাজারের বেশি শিক্ষক–শিক্ষাকর্মী পদে নিয়োগ, সুযোগ চাকরিহারাদেরও, জানালেন মমতা
শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়েছিল মরচে ধরা ধাতব পিন, মরণাপন্ন বালকের প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যাল কলেজ
মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোলেই বড় শাস্তি, নতুন নিয়ম না জানলে বিপদ আপনার
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক, আসল কারণ কি?
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত